সম্প্রতি দিব্যক এর 'ডিসেম্বর ২০২০' সংখ্যা প্রকাশিত হয়েছে। পূর্বঘোষণামতে, মাসিকপত্র হিসেবে নবরূপে এটি দিব্যকের দ্বিতীয় সংখ্যা৷

দিব্যক এর সম্পাদক হোসাইন মাইকেল এ সংখ্যার সম্পাদকীয়তে লিখেছেন,

পাঠক, ভালবাসা জানবেন। দিব্যক, ডিসেম্বর ২০২০ সংখ্যা আপনার আঙুলের নিচে রাখলাম। পাঠ করুন। এই সংখ্যাটি সদ্যপ্রয়াত কবি অলোকরঞ্জন দাশগুপ্তকে উৎসর্গ করা হলো। পরিচিত কিছু কবিতা পাঠে কবিকে পুনরায় স্মরণ করব আমরা।

দিব্যক বরাবরই নাতিদীর্ঘ হতে চায়। এবারও তার ব্যতিক্রম নয়। পূর্বসংখ্যায় অভিষিক্ত নিয়মিত বিভাগগুলি আপনারা লক্ষ্য করেছেন। সেগুলি সচল রইল, থাকবে। এ সংখ্যায় কবি অনুপ চণ্ডাল এর কবিতাকর্মে এ মাসের কবি বিভাগটি সজ্জিত হয়েছে। অর্থাৎ এ মাসের কবি : অনুপ চণ্ডাল।
আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন প্রতিমাসে একজন কবির প্রতি আমরা বিশেষ দৃষ্টি রাখতে চাই।দিব্যক'র সম্মানসূচক ক্রিয়া বলতে পারেন। সুতরাং এ মাসের কবি বলতে একজন কবিকে শুধু নির্দিষ্ট কোন মাসে পদাসীন করে রাখা নয়! জানি, এ ধরনের ভ্রান্তি থেকে আপনারা মুক্ত। তবু, ধরা যাক, নিজেকেই সতর্ক করে রাখি, এভাবে!

লিংকনের কেরিক্যাচার এবং ঋতব্রত'র প্রিয় কবিতারা বিভাগ দুটিতে যথাক্রমে কবি মাহফুজুর রহমান লিংকন ও হিম ঋতব্রত লিখছেন। উভয়ের কাজের ডিসিপ্লিন আমাকে মুগ্ধ করে, মুগ্ধতা থাকুক।

কবিতা, গদ্য ছাড়াও এ সংখ্যায় কবি সৈয়দ সাখাওয়াৎ এর সাক্ষাৎকার এবং মাহমুদা আহসান এর কয়েকটি আলোকচিত্র প্রকাশ করা হল। সর্বযোগে সবার ভাল লাগবে, আশা করি।

এ সংখ্যার কাজে কয়েকজন ভাই–বন্ধু নিরলস সহযোগিতা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা রইল।

পরিশেষে, পাঠক, আপনাকে আবারও ভালবাসা জানাই...

নিচে সংখ্যাটির সূচিপত্র দেয়া হলো—


স্মরণ: অলোকরঞ্জন দাশগুপ্ত

অলোকরঞ্জন দাশগুপ্ত'র কবিতা
অলোকরঞ্জন প্রসঙ্গে

এ মাসের কবি

অনুপ চণ্ডাল

কবিতা

কিন্তু এই দ্যাশে | অসীম নন্দন
অন্তঃকরণের শানিত গান | শরীফ আহমেদ
ভিখারির ডাক | হরিৎ বন্দ্যোপাধ্যায়
তারা বাঁচতে চায় | নুর আলম সিদ্দিক
অন্ধ ল্যাম্পপোস্ট | শহীদুল ইসলাম অর্ক
দেহপালিত সাপের খামার | সাকিব শাকিল
শূন্যতার সৃষ্টিকথা | সায়ন্তনী হোড়
অংকের কিশোর | আল আমিন মোহাম্মদ
অভিমানী শ্লোক | হোসাইন মাইকেল

গদ্য

প্রসঙ্গ: চুমু | অনির্বাণ রায়
রবীন্দ্রসঙ্গীত প্রসঙ্গে | উপল আদিত্য ঐক্য

সাক্ষাৎকার

কবি সৈয়দ সাখাওয়াৎ এর সাক্ষাৎকার

আলোকচিত্র

মাহমুদা আহসানের আলোকচিত্র

নিয়মিত বিভাগ

লিংকনের কেরিক্যাচার : মাহফুজুর রহমান লিংকন
ঋতব্রত'র প্রিয় কবিতারা : হিম ঋতব্রত

সংখ্যাটি পড়তে এখানে ক্লিক করুন