পহেলা জানুয়ারি ২০২১ এ প্রকাশিত হবে অনলাইন সাহিত্য পত্রিকা দিব্যকের বিশেষ সংখ্যা ‘পাণ্ডুলিপি করে আয়োজন’: পাণ্ডুলিপি থেকে পাঠ৷
এ সংখ্যায় থাকছে বইমেলা ২০২১ -এ প্রকাশিতব্য কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, মুক্তগদ্য, গল্প, অনুবাদ ও উপন্যাসের বইয়ের পাণ্ডুলিপি থেকে কিছু অংশ পাঠের ব্যবস্থা।
পাণ্ডুলিপি সংগ্রহ ও নির্বাচন চলবে ২৫ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। আগ্রহী লেখককে dibyakpotrika@gmail.com ঠিকানায় পাণ্ডুলিপি প্রেরণের আহ্বান জানিয়েছেন সম্পাদক হোসাইন মাইকেল৷
কবিতার বইয়ের ক্ষেত্রে দশটি কবিতা, গল্প/প্রবন্ধ/নিবন্ধ/মুক্তগদ্যের ক্ষেত্রে তিনটি গদ্য, উপন্যাস হলে নির্বাচিত কয়েক পৃষ্ঠা পাঠাতে হবে৷
দিব্যকের ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন৷
সাথে যা যা সংযুক্ত করতে হবে:
• প্রচ্ছদ
• প্রচ্ছদশিল্পীর নাম
• প্রকাশনীর নাম
• পৃষ্ঠা সংখ্যা
• বইয়ের দাম
0 মন্তব্যসমূহ
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।