কুড়িগ্রামের অন্যতম কবি মিজান খন্দকার আর নেই! করোনাক্রান্ত হয়ে গত ২৫ এপ্রিল ২০২১ রাত সাড়ে দশটায় তিনি রংপুর মেডিকেলে মৃত্যুবরণ করেন৷ দীর্ঘদিন তিনি জিবিএস রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, তিনি জন্মগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জে, ১৯৬০ খ্রিস্টাব্দের ২৫ অক্টোবর। পিতার চাকুরীসূত্রে ঘুরে বেরিয়েছেন দেশের নানা অঞ্চলে, পাহাড়ে-সমতলে। এভাবেই ১৯৭৫ এ চলে আসেন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামে। বাকী জীবন কাটে নদীঘেরা এই কুড়িগ্রামে৷
তিনি শিলালিপি, জলগৃহ সহ আরো একাধিক সাহিত্যপত্রিকা সম্পাদনা করেছেন৷ তাঁর কবিতার বই ‘যথা কবি নিরঞ্জন’ ও ‘জন্মান্তরিত হবো কোন নভোগৃহে’ এবং গল্পের বই ‘পুনশ্চ যুদ্ধার্থীগণ’৷
তাঁর মৃত্যুতে কুড়িগ্রামের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে৷ লিটল ম্যাগাজিন ‘বিন্দু’, কুড়িগ্রামের সাহিত্য আলোচনাপত্র ‘তীব্র কুড়িগ্রাম’ এবং কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি, কুড়িগ্রাম জেলা উদীচী শিল্পীগোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রচ্ছদ কুড়িগ্রাম সহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন৷
তাঁর স্মরণে কবি সাম্য রাইয়ান একটি প্রবন্ধ লিখেছেন৷ প্রবন্ধটি পড়তে ক্লিক করুন যে কোনো একটি লিংকেঃ চারবাক Link, অনুশীলন Link, রৈখিক Link, বর্ণপ্রপাত Link
0 মন্তব্যসমূহ
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।