সম্প্রতি প্রকাশিত হয়েছে কবি ফারুক সুমনের কবিতার অডিও বুক ‘বিচঞ্চল বৃষ্টিবিহার’। অডিও বুকটি এখন আমাজন মিউজিক, অডিবল এবং গুগল পডকাস্ট এবং ইউটিউবে যুক্ত হয়েছে। এই কাজটি সফল করার নেপথে ছিল ‘বইপ্রেমী’।
এখানে স্থান পেয়েছে লেখকের নির্বাচিত ৫০টি কবিতা। অডিও বই বা শ্রুতিবই তথ্যপ্রযুক্তির এই যুগে পাঠকের জন্য নতুন বার্তা বৈকি। পৃথিবীর অনেক দেশে অডিও বুকের প্রচলন ইতোমধ্যে শুরু হয়েছে। আমাদের দেশেও ক্রমশ অডিও বুক প্রকাশের উদ্যোগ দেখা যাচ্ছে। ইন্টারনেটের এই গতিময় দিনে ছড়িয়ে পড়ুক শিল্পানুরাগীর অনুভবে।
অডিও বই সম্পর্কে ফারুক সুমন বলেন,
আপাত আবৃত্তিযোগ্য কবিতাগুলো এই অডিও গ্রন্থের জন্য বাছাই করেছি। কবিতা সবার জন্য নয়। কেউ কেউ কবিতার পাঠক কিংবা শ্রোতা। যাদের অন্তরে আছে অলৌকিক আনন্দভার। যারা ঋতুরঙ কিংবা হৃদয়ের হরিৎ উপত্যকায় হারিয়ে যান। কবিতা কেবল তাদের জন্য অভাবিত এক নিরাময়। আশাকরি পাঠক-শ্রোতাদের ভালো লাগবে। বইটি উৎসর্গ করেছি কবি গিরীশ গৈরিকের উদ্দেশে। যার কবিতা ও শিল্পমগ্নতা আমাকে মুগ্ধ করে।
গ্রন্থের নান্দনিক প্রচ্ছদের নেপথ্যে তিন জন শিল্পীকে বিশেষভাবে স্মরণ করেছেন। প্রচ্ছদে শোভাময় বৃষ্টিবিধৌত ছবিটি ক্যামেরায় ধারণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আলোকচিত্রশিল্পী সাফায়াত সিয়াম। ছবিটি জলরঙে এঁকেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চিত্রশিল্পী অন্তর সাহা। এই দুজনের সমন্বয়ে নান্দনিক প্রচ্ছদ করেছেন আর্ট ডিরেক্টর এমদাদুল কবীর তুহিন।
চমৎকার এই অডিও বুক প্রকাশনার দায়িত্ব নিয়েছে ‘বইপ্রেমী’। সার্বিক সহযোগিতায় ছিলো 'উচ্ছ্বাস প্রহর'। ৫ জন উদীয়মান বাচিক শিল্পী কবিতাগুলো কণ্ঠে ধারণ করেছেন।
0 মন্তব্যসমূহ
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।