বাংলাদেশ থেকে প্রকাশিত নব্বই দশকের অন্যতম লিটল ম্যাগাজিন লিরিক আবার প্রকাশিত হচ্ছে! দীর্ঘবিরতির পর ‘উত্তর আধুনিক কবিতা সংখ্যা ৫’ নিয়ে হাজির হচ্ছে লিটলম্যাগটি৷ একাধিক সাধারণ সংখ্যা ছাড়াও চারটি ‘উত্তর আধুনিক কবিতা সংখ্যা’ এবং একটি ‘আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যা’ প্রকাশ করে বিদগ্ধজনদের নজর কাড়ে লিরিক৷ ১৯৯৩ সালে অল ইন্ডিয়া লিটল ম্যাগাজিন কনফারেন্সে ‘লিরিক’ শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিনের সম্মাননা পায়৷

২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে লিরিক সম্পাদক কবি ও প্রাবন্ধিক এজাজ ইউসুফী তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, “ছোটকাগজ ‘লিরিক’ কি আদৌ বের হবে? এমন প্রশ্ন অনেকের মনে ইতিমধ্যে জন্ম নিতে পারে। কিন্তু আত্মবিশ্বাস সব বড় কাজকে সফল করে। বিশেষ কিছুর জন্য একটু সময় লাগে। লিরিক আখতারুজ্জামান ইলিয়াস সংখ্যার জন্য চার বছর সময় লেগেছিল। হতাশা দূর করতে মাঝে ছোট আকারের একটি কি দুটি সংখ্যাও করেছিলাম। উত্তর আধুনিকতা বিষয়ক পঞ্চম এবং লিরিক পঞ্চদশ সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছি করোনা কালের সুবাদে। এই সংখ্যাটি করতে গিয়ে অনেক বিষয় সংযোজিত হয়ে যাচ্ছে যা নিয়ে শুরুতে ভাবি নি।”

তিনি আরও লিখেছেন, “দীর্ঘ দিন পর একটি স্মরণীয় সংখ্যা উপহার দিতে চাই। সে জন্য একটু সময়ের প্রয়োজন। যারা লিখেছেন তারা প্রায় সকলেই লিটল ম্যাগাজিনের লেখক। আপনারা জানেন অনেক রক্তজল ক্ষয় করে এটা করতে হয়। তাই আর কিছু দিনের অপেক্ষা।”