গত ১৩ ই ফেব্রুয়ারি ২০২০ তারিখ কুড়িগ্রাম ধরলা নদীর তীরে এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত তিনটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়৷ বই তিনটি যথাক্রমে ওবায়দুল ইসলাম রানু রচিত ‘কষ্টের নীল আয়না’, শামীমা আহমেদ রচিত ‘প্রেমের পদাবলী’ ও আব্দুল খালেক ফারুক রচিত ‘শব্দহীন প্রলাপ’৷

বই তিনটির মোড়ক উন্মোচন করেন সর্বজনাব সহকারী অধ্যাপক সুশান্ত বর্মণ, সাংবাদিক আমিনুর রহমান, রৈখিক ব্লগের সম্পাদক জাহানুর রহমান খোকন, ওবায়দুল ইসলাম রানু, উদীচী শিল্পী গোষ্ঠী কুড়িগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, সংগীতশিল্পী আজাদ আলী, জাতীয় কবিতা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আকরাম হোসেন ও চারুর প্রতিষ্ঠাতা ফিরোজ সরকার৷

শিল্প-সংস্কৃতিমনা মানুষদের জন্য চারু ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন  করা হয়েছিলো৷ ‘চারু চড়ুইভাতি’ নামে এ ছিলো এক মিলনমেলা— আনন্দ আয়োজন৷

সকাল দশটায় লিটলম্যাগ বিন্দু সম্পাদক সাম্য রাইয়ানের বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়৷ বিকেল পাঁচটা পর্যন্ত চলা এ আয়োজনে ছিলো গান-বাজনা, আলোচনা ও কবিতা পাঠের ব্যবস্থা৷ আলোচনা ও কবিতাপাঠে অংশগ্রহণ করেন কবি শুভ্র সরখেল, অনলাইন লিটলম্যাগ ‘দিব্যক’ এর সম্পাদক হোসাইন মাইকেল, তরুণ কবি রবিউল ইসলাম খুশবু, সাতভীটা গ্রন্থনীড়ের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন, আবৃত্তিশিল্পী কুমার বিশ্বজিৎ, তরুণ কবি সুজনা ইয়াসমিন, আলোকচিত্রী প্রণয় কৃষ্ণ রায়, শ্রমিকনেতা মজিদুল ইসলাম প্রমুখ৷

এছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার বিশিষ্ট সাহিত্যসেবীগণ উপস্থিত ছিলেন৷