আমরা চাই, আপনি সংবাদ-বিজ্ঞপ্তি তৈরি করে এক বা একাধিক ছবিসহ আমাদের ই-মেইল করে দিন৷ আপনি এখানে বাংলা সাহিত্যের খবরাখবর জানতে ও জানাতে পারবেন৷ আপনার সাহিত্য সম্পর্কিত সংবাদ প্রকাশ করবো আমরা৷ এই উদ্যোগ সম্পূর্ণরূপে অবাণিজ্যিক, তাই সাহিত্যকর্মীবৃন্দের সহযোগীতা ছাড়া সম্ভব নয়৷

 যে ধরনের সংবাদ পাঠাবেন: 
  • সাহিত্যগ্রন্থ বা সাহিত্য পত্রিকা প্রকাশের সংবাদ৷ সাথে প্রচ্ছদ, লেখক/প্রকাশক/প্রচ্ছদশিল্পী/প্রকাশকাল/মূল্য/প্রকাশস্থান/প্রাপ্তিস্থান ইত্যাদি তথ্য৷
  • সাহিত্যগ্রন্থ বা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিস্তারিত সংবাদ৷ সাথে মোড়ক উন্মোচনের স্পষ্ট ছবি এবং পত্রিকা/বইয়ের প্রচ্ছদ ও আনুষঙ্গিক তথ্য (লেখক/প্রকাশক/প্রচ্ছদশিল্পী/প্রকাশকাল/মূল্য/প্রকাশস্থান/প্রাপ্তিস্থান ইত্যাদি)৷
  • কোনো লেখকের স্মরণসভা অনুষ্ঠানের বিস্তারিত সংবাদ৷ সাথে স্পষ্ট ছবি৷
  • সাহিত্য সম্মাননা প্রাপ্তি/প্রদানের সংবাদ৷ সাথে অনুষ্ঠানের স্পষ্ট ছবি, পদক/সম্মাননার ছবি ও বিস্তারিত সংবাদ আকারে৷
  • লেখক/সম্পাদক কিংবা প্রকাশকের ইভেন্টভিত্তিক সাক্ষাৎকার৷ যেমনঃ একজন লেখকের নতুন বই প্রকাশিত হয়েছে, লেখকের সে সম্পর্কিত সাক্ষাৎকার৷ অথবা কোনো সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে, সম্পাদকের সে সম্পর্কিত সাক্ষাৎকার৷

এছাড়াও, আপনি নতুন কিছু চিন্তা করতে পারেন সাহিত্যের নানান বিষয়ে, যা সংবাদ হিসেবে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলে আপনি মনে করেন৷ নির্দ্বিধায় তা আমাদেরকে ইমেইল করুন৷ আমরা আন্তরিকতার সাথে বিবেচনা করবো৷

শুধুমাত্র সাহিত্য সংশ্লিষ্ট খবর আমাদের মেইল করে দিন৷ আপনার কবিতা, গল্প, প্রবন্ধ বা অন্য কোনো সাহিত্যকর্ম পাঠাবেন না৷ এটি শুধুই সাহিত্যের সংবাদ প্রকাশের মাধ্যম৷ অন্য কিচ্ছু নয়৷

আমাদের ইমেইলঃ bartasahitya@gmail.com

আমরা যথাযথ মর্যাদায় আপনার সংবাদ পরিবেশন করবো৷ পাশে থাকুন, দেখা যাক কতোটা পথ যেতে পারে বাংলা সাহিত্যবার্তা৷