অনলাইন লিটলম্যাগ 'দিব্যক'৷ ক'দিন আগেই ৮ম বর্ষপূর্তি হলো লিটলম্যাগটির। সম্প্রতি ‘দিব্যক’ সম্পাদক হোসাইন মাইকেল ফেসবুকে ঘোষণা করেছেন, ‘এখন থেকে অগোছালো/অনিয়মিত নয়, দিব্যক গতানুগতিক ধারা ভেঙ্গে বিশেষ কিছু সঙ্গে নিয়ে নিয়মিত কাজ করতে চায়।’
প্রতি ইংরেজি মাসের প্রথম দিন প্রকাশিত হবে নতুন সংখ্যা—এমন সিদ্ধান্ত দিব্যকের। আসছে নভেম্বর ২০২০ এ দিব্যকের নতুন সংখ্যা প্রকাশিত হবে। এ সংখ্যায় সাহিত্যের প্রচলিত শাখাগুলোর বাইরেও থাকছে ভিন্ন কিছু৷ কবিতা, গল্প, প্রবন্ধ, মুক্তগদ্য ছাড়াও থাকছে কয়েকটি নিয়মিত বিভাগ৷
পহেলা নভেম্বর প্রকাশিতব্য সংখ্যার জন্য সম্পাদক লেখা আহ্বান করেছেন৷ ৩০ অক্টোবর ২০২০ এর মধ্যে ইউনিকোড ফন্ট ব্যবহার করে লেখা পাঠানোর অনুরোধ করা হয়েছে৷
লেখা পাঠানোর ঠিকানাঃ dibyakpotrika@gmail.com
দিব্যক পড়তে এখানে ক্লিক করুন৷
0 মন্তব্যসমূহ
মন্তব্যের দায় মন্তব্যকারীর, সম্পাদকের নয়।